ফুল হাতে দাঁড়িয়ে আছে সহকারী পুলিশ সুপার। যাদের মুখে মাস্ক তাদের হাতে তুলে দিচ্ছেন তিনি এই ফুল। আবার স্বাস্থ্যবিধি যারা মানছেন না তাদের করছেন সতর্ক, হাতে দিচ্ছেন ফুলের বদলে মাস্ক।
বলছিলাম চট্টগ্রামের রাউজান-রাঙ্গুনিয়া সার্কেল সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন শামীমের কথা।
করোনাভাইরাস সংক্রমণ রোধে স্থানীয়দের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচি হাতে নিয়েছেন তিনি। তার এই কর্মসূচি কুড়িয়েছে প্রশংসা।
মঙ্গলবার (৪ মে) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার রাউজান উপজেলার নোয়াপাড়া পথেরহাট এলাকায় এএসপির নেতৃত্বে পুলিশের একটি টিম এ কার্যক্রমে অংশ নেয়। দুপুর ১টা থেকে শুরু হওয়া এ কার্যক্রম শুরু হয়।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম বলেন, ‘যে বা যারাই স্বাস্থ্যবিধি অমান্যের চেষ্টা করবেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও রাত ৮টার মধ্যে মার্কেট বন্ধ করার বাধ্যবাধকতার বিষয়টিও ব্যবসায়ীদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি আমরা।’
তিনি বলেন, ‘পুলিশের তরফ থেকে আমরা মাস্ক উপহার দিয়েছি। যারা মাস্ক পড়েছেন তাদের দিয়েছি ফুল।’
জাহেদ/এমএফও