চট্টগ্রামের আনোয়ারার ১১ ইউনিয়নের ২০টি হাট-বাজারের মধ্যে ১৮টি ইজারা দিয়েছে প্রশাসন। এর মধ্যে এক সময়ের ইজারাবিহীন এরশাদ আলী সরকারের হাট এবার সর্বোচ্চ ৭ কোটি ৯ লাখ ২০ হাজার ইজারা হয়েছে। গত বছর ইজারামূল্য ছিল ৬ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা।
বৃহস্পতিবার (১১ মার্চ) বিকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জোবায়ের আহমদের সভাপতিত্বে হাট-বাজার ইজারা সম্পন্ন হয়। এ সময় হাট-বাজার ইজারা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলার বটতলী রুস্তম হাট ইজারা হয়েছে ৪৫ লাখ ১১ হাজার টাকা আর চাতরী চৌমহনী বাজার ইজারা হয়েছে ৬৮ লাখ ৫৬ হাজার ৫০০ টাকা। ২০টি হাট-বাজার ইজারার দরপত্র আহ্বান করা হলেও বারশত ইউনিয়নের পারকি হাট আর হাইলধর ইউনিয়নের খোদার হাটের কোন দরপত্র না পড়ায় এই দুইটি হাট ইজারা হয়নি।
ইজারায় তৈলারদ্বীপ সরকার হাটের সর্বোচ্চ ইজারাদার জয়নাল আবেদীন হেলাল বলেন, গত বছর সরকার হাটের ইজারা নিলেও করোনা মহামারির কারণে আমরা ক্ষতিগ্রস্থ হয়েছি। তারপরও সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ বছরও ইজারা নিয়েছি।
আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ বলেন, উপজেলার ২০টি হাট-বাজারের মধ্যে ১৮টির ইজারা সম্পন্ন হয়েছে। বািক দুটির কোন দরপত্র জমা না পড়ায় পুণরায় ইজারার দরপত্র আহ্বান করা হবে।
এসএ