s alam cement
আক্রান্ত
৩৫১০৮
সুস্থ
৩২২৫০
মৃত্যু
৩৭১

কক্সবাজারে কটেজে যুবকের রহস্যজনক মৃত্যু

0

পর্যটন নগরী কক্সবাজার শহরের কলাতলীর কটেজ জোনের সুইটহোম নামের একটি কটেজ থেকে আবদুল মান্নান (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

নিহত আবদুল মান্নান কক্সবাজার পৌরসভার বাদশা ঘোনা এলাকার জাকের হোসাইনের ছেলে।

মঙ্গলবার (১৬ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। পরে সিআইডি ও থানা পুলিশের একটি দল আলামত ও সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ মর্গে পাঠায়।

কটেজ কর্তৃপক্ষ জানান, দুইদিন আগে দুই বন্ধুসহ তিনজন মিলে কটেজ সুইটহোমের ৩০২ নম্বর কক্ষ ভাড়া নেন মান্নান। এর মধ্যে মঙ্গলবার বিকালের দিকে ওই কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। তারা পুলিশকে খবর দেন।

ঘটনাস্থলে থাকা এক পুলিশ কর্মকর্তা জানান, গলায় তার প্যাঁচিয়ে মান্নানকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মৃতের গলায় তার পেঁচানোর দাগ রয়েছে।

Din Mohammed Convention Hall

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস বলেন, ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এরপরও তার সঙ্গে কারা হোটেলে ছিল এবং স্থানীয় হয়েও কেন তারা হোটেলে রাত কাটালো সব বিষয় খোঁজে নেয়া হচ্ছে।

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm