s alam cement
আক্রান্ত
৩৫১০৮
সুস্থ
৩২২৫০
মৃত্যু
৩৭১

‘লেডি কিশোর গ্যাং’ লিডার সিমি পুলিশী কৌশল জালে

0

চট্টগ্রামে সমালোচিত লেডি কিশোর গ্যাং লিডার তাহমিনা সিমিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পতেঙ্গা থানা পুলিশ৷

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওর বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য শনিবার (১৪ মার্চ) দুপুরে তাকে আটক করে পতেঙ্গা থানায় আনার কথা চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার সেকেন্ড অফিসার মনিরুল ইসলাম।

ফেসবুকে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে সিমির উপস্থিতিতে তারই এক ছেলে বন্ধু একটি মেয়েকে মারধর করছে। এসময় মারধরের শিকার হওয়া মেয়েকে উদ্দেশ্য করে সিমিকে বলতে দেখা যায়, ‘তুমি জানো আমি চাইলে তুমি এখান থেকে জিন্দা যাইতে পারবা না।’

মারধরের শিকার হওয়া মেয়েটির পরিচয় জানা না গেলেও সিমির যে বন্ধুটি ওই মেয়েকে মারধর করছিল তার নাম সামির বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সামির পতেঙ্গা এলাকায় ধামা সামির নামে পরিচিত।

এর আগেও ইপিজেড থানা এলাকায় অধরা মোহনা নামে এক মেয়েকে বাড়িতে ঢুকে মারধর করে আসার অভিযোগে ইপিজেড থানায় গ্রেপ্তার হয়েছিল সিমি। নিজেকে লেডি ডন হিসেবে পরিচয় দিতে পছন্দ করা এই কিশোরীর বিরুদ্ধে অসংখ্য মেয়েকে মারধর করার অভিযোগ রয়েছে বলে সিমির পরিচিত জনদের সাথে আলাপ করে জানা গেছে।

Din Mohammed Convention Hall

এআরটি/এমএহক

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm