s alam cement
আক্রান্ত
৪৩১৮৮
সুস্থ
৩৪৫৪৬
মৃত্যু
৪০৬

করোনার কাছে হেরে গেলেন চট্টগ্রামের আরেক চিকিৎসক

0

করোনার কাছে হেরে না ফেরার দেশে চলে গেলেন চট্টগ্রামের আব্দুল লতিফ আরেক চিকিৎসক। শুক্রবার (৯ এপ্রিল) রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ডা. আবদুল লতিফ চট্টগ্রাম মেডিকেল কলেজের ১৮তম ব্যাচের ছাত্র ছিলেন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে ২০ জন চিকিৎসকের প্রাণ গেল।

ডা. লতিফের মৃত্যুর বিষয় নিশ্চিত করে স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাংগঠনিক সম্পাদক ও করোনা মোকাবেলায় স্বাচিপের গঠিত কমিটির বিভাগীয় সমন্বয়কারী আ ম ম মিনহাজুর রহমান জানান, ‘আবদুল লতিফ করোনায় আক্রান্ত ছিলেন। পরে অবশ্য নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ আসে। কিন্তু করোনার জটিলতা তিনি কাটিয়ে উঠতে পারেননি। এছাড়া তার হৃদরোগসহ আরও জটিলতা ছিল। গত রাতে আইসিইউতে মারা যান।’

চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের মহাব্যবস্থাপক (জিএম) ডা. মো. সেলিম জানান, ‘ডা. লতিফ করোনা আক্রান্ত হয়ে শারীরিক বিভিন্ন জটিলতা নিয়ে গত ৯ দিন ধরে আমাদের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আইসিইউতেই তিনি মৃত্যুবরণ করেন। তিনি মেট্রোপলিটন হাসপাতালের পরিচালক ছিলেন।’

ডা. আবদুল লতিফ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকার বাসিন্দা।

Din Mohammed Convention Hall

মুআ/এমএহক

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm