s alam cement
আক্রান্ত
৪৩১৮৮
সুস্থ
৩৪৫৪৬
মৃত্যু
৪০৬

‘করোনা উপসর্গে’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

0

‘করোনা উপসর্গে’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজতত্ত্ব বিভাগের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১০ এপ্রিল) ভোর ৫টার সময় গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার পূর্ব কান্দাইলে মৃত্যু হয় শারমিন আক্তার রিমা নামের ওই শিক্ষার্থীর। রিমা কয়েকদিন ধরে জ্বর, শ্বাসকষ্ট ও মাথা ব্যথায় ভুগছিলেন।

রিমার মৃত্যুর বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেছেন তার খালাতো বোন রুমা আক্তার। তিনি বলেন, ‘কয়েকদিন যাবৎ শারমিনের জ্বর ছিল। গতকাল রাতে শ্বাসকষ্ট ও মাথা ব্যাথা বেড়ে গেলে আজ (শনিবার) ভোর পাঁচটার দিকে মারা যায়। পরে জোহরের নামাজের পর তাকে দাফন করা হয়।’

শারীরিকভাবে দৃষ্টি প্রতিবন্ধী শারমিন আক্তার সমাজতত্ত্ব বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। পিতৃহারা দুই ভাই ও তিন বোনের টানাটানির সংসারে তিনজনই প্রতিবন্ধী।

এ দিকে তার অকাল মৃত্যুতে সহপাঠীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। শারমিনের সহপাঠী আশরাফুল ইসলাম আরমান চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘শারমিন শারিরীকভাবে দৃষ্টি প্রতিবন্ধী ছিল। আর্থিকভাবেও অসচ্ছল ছিল। তবুও সে সব প্রতিবন্ধকতা পেরিয়ে পড়ালেখা নিয়মিতভাবে চালিয়ে যাচ্ছিল। শ্রেণী কার্যক্রমেও নিয়মিত ছিল। তাঁর অকাল প্রয়ানে আমরা গভীর শোকাহত। আল্লাহ ওকে জান্নাতবাসী করুক।’

এমআইটি/এমএহক

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm