s alam cement
আক্রান্ত
৪৪৮৬০
সুস্থ
৩৪৮৩০
মৃত্যু
৪৩০

‘করোনার ছোবল’—সব রেকর্ড ভেঙে চট্টগ্রামে একদিনেই ৯ মৃত্যু

0

করোনা ক্রমশ ভয়ংকররূপ ধারণ করছে চট্টগ্রামে, দিন দিন অবনতি হচ্ছে পরিস্থিতির। চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনার ছোবলে মৃত্যুতে ছাড়িয়ে গেল অতীতের সব রেকর্ড। চট্টগ্রামে করোনায় মৃত্যু হওয়ার পর থেকে একদিনে ৯ মৃত্যু কখনো হয়নি। একই সময়ে নতুনভাবে করোনা শনাক্ত হয়েছে আরও ২২৮ জন। আক্রান্তদের মধ্যে নগরের ২০৪ জন এবং উপজেলার ২৪ জন।

এনিয়ে চট্টগ্রামে করোনা শনাক্ত গিয়ে দাঁড়াল ৪৪ হাজার ৩১৯ জন। এদের মধ্যে মারা গেছেন ৪২৩ জন।

রোববার (১১ এপ্রিল) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। প্রতিবেদন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৬টি ল্যাবে ১ হাজার ৮৬৭টি নমুনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৮০৯টি নমুনা পরীক্ষা করে ৫২ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৪৩৪ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের রিপোর্টে পজিটিভ আসে।

Din Mohammed Convention Hall

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৫৪টি নমুনা পরীক্ষা করা হয়। তাতে করোনার জীবাণু পাওয়া যায় ৫৩ জনের দেহে।

এছাড়া নগরীর বেসরকারি করোনার পরীক্ষাগার শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৪০৬টি নমুনা পরীক্ষা করে ৭৯ জন করোনা শনাক্ত হন।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৫২টি নমুনা পরীক্ষা করে ২৭ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া যায়।

জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ১২টি নমুনা পরীক্ষা করে ৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব ও কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।

এমএহক

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm