s alam cement
আক্রান্ত
৪৩১৮৮
সুস্থ
৩৪৫৪৬
মৃত্যু
৪০৬

চট্টগ্রামের অবৈধ ২৪ ইটভাটা উচ্ছেদে বাধা কাটল

0

চট্টগ্রামের ২৪টি ইটভাটা বন্ধ ও উচ্ছেদ না করার জন্য হাইকোর্টের দেওয়া নির্দেশ স্থগিত করে আদেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। ফলে এসব ইটভাটা উচ্ছেদে আর বাধা থাকছে না।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর চেম্বার জজ আদালত এই আদেশ দেন।

শুনানিতে ইটভাটার পক্ষে ছিলেন সানজিদা খানম, পরিবেশ অধিদফতরের পক্ষে ছিলেন মনজিল মোরসেদ, সৈয়দ কামরুল হোসেন কিরণ এবং মুনতাসীর উদ্দিন আহমেদ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

অ্যাডভোকেট মনজিল মোরশেদের বক্তব্য আপিল বিভাগের আদেশের তথ্য গোপন করে হাইকোর্ট থেকে আদেশ নেওয়া হয়। চেম্বার বিচারপতির আদালত হাইকোর্টেল এ আদেশ স্থগিত করেছেন।

গত বছরের ১৪ ডিসেম্বর চট্টগ্রামে অবৈধভাবে পরিচালিত সব ইটভাটা বন্ধের নির্দেশ দেন বিচারপতি মো. মজিবর রহমান মিয়া এবং মো. কামরুল হোসেন মোল্লার আদালত। ওই আদেশের বিরুদ্ধে একাধিক আপিল করা হলেও শুনানি শেষে চেম্বার জজ আদালত কোনো স্থগিতাদেশ দেননি। পরে উচ্ছেদ আদেশ সম্পূর্ণভাবে প্রতিপালিত না হওয়ায় চট্টগ্রামের জেলা প্রশাসক ও পরিবেশ অধিদফতরের কর্মকর্তাদের ওপর হাইকোর্ট আদালত অবমাননার রুল জারি করেন। এর মধ্যে চট্টগ্রামের কয়েকজন ইটভাটা মালিক তথ্য গোপন করে পুনরায় অপর একটি আদালতে পৃথক পৃথক আটটি রিট দায়ের করে ২৪টি ইটভাটা উচ্ছেদ অভিযান স্থগিতের আবেদন জানান।

Din Mohammed Convention Hall

তাদের আবেদনের শুনানি শেষে গত ২২ মার্চ হাইকোর্টের বিচারপতি মো. খসরুজ্জামান এবং মো. মাহমুদ হাসান তালুকদারের দ্বৈত বেঞ্চ ৪৫ দিনের সময় মঞ্জুর করেন এবং এর মধ্যে উচ্ছেদ না করার নির্দেশ দেন। হাইকোর্টের ওই স্থগিতাদেশের বিরুদ্ধে পরিবেশ অধিদফতরের মহাপরিচালকের পক্ষে আপিল আবেদন করা হয়। ওই আবেদনের শুনানি শেষে চেম্বার জজ আদালত হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেন।

এসএ

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm