করোনায় আক্রান্ত চট্টগ্রাম মেডিকেলের পরিচালক

0

করোনায় আক্রান্ত হয়ে বাসায় আইসোলেশনে দিন কাটছে চট্টগ্রাম মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসানের।

গত ২৫ জুন তিনি করোনায় আক্রান্ত হন। এর আগে থেকে তিনি হালকা জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিলেন।

চট্টগ্রাম মেডিকেলের উপ-পরিচালক ডা. অং সুই প্রু মারমা চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘পরিচালক মহোদয়ের গত মাসের ২৫ তারিখে করোনা পজিটিভ হয়েছেন। এর আগে তিনি জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিলেন। করোনা পজিটিভ হওয়ার পরপরই তিনি আইসোলেশনে চলে যান।’

২০২১ সালের ২০ ডিসেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পান ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm