s alam cement
আক্রান্ত
৪৩১৮৮
সুস্থ
৩৪৫৪৬
মৃত্যু
৪০৬

করোনায় মারা গেলেন চট্টগ্রামের সন্তান—পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক

0

মহামারী করোনার সাথে ১০ দিন লড়াই করেও হেরে গেলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. এ কে এম রফিক আহাম্মদ। শনিবার (১০ এপ্রিল) ভোর সাড়ে ৪টায় রাজধানী ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন।

গত ৩০ মার্চ করোনা আক্রান্ত হন চট্টগ্রামের সন্তান ড. এ কে এম রফিক আহাম্মদ। তিনি সন্দ্বীপের আদি বাসিন্দা হলেও পরে বোয়ালখালীতে এসে স্থায়ী হন। হালিশহরেও একটি বাসা ছিল তাঁর।

ডা. এ কে এম রফিক আহাম্মেদ ২০১৯ সালে মহাপরিচালক হিসাবে পরিবেশ অধিদফতরে যোগদান করেন। তিনি ১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারে কর্মজীবন শুরু করেন এবং গত ২৭ বছরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

ডা. এ কে এম রফিক আহাম্মেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিদ্যায় স্নাতক (অনার্স) এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে, তিনি ২০০১ সালে অ্যাডিলয়েড, অস্ট্রেলিয়া ইন এনভায়রনমেন্টাল স্টাডিজ-এ একটি মাস্টার প্রোগ্রাম গ্রহণ করেন এবং একই বিভাগে পিএইচডি সম্পন্ন করেন।

Din Mohammed Convention Hall

পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. এ. কে. এম. রফিক আহাম্মদ সর্বশেষ বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ছিলেন।

তার লাশ চট্টগ্রামে আনা হচ্ছে বলে জানা গেছে। বিকাল ৪টায় আসরের নামাজের পর নগরের গরীবুল্লাহ শাহ মাজার এলাকায় তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মাজার সংলগ্ন কবরস্থানে বাবার কবরের পাশে তাঁকে শায়িত করা হবে। এর আগে শনিবার সকাল ৮টায় পরিবেশ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে ড. রফিকের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

এমএহক

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm