কর্ণফুলীর তীরে মিললো কলেজছাত্রের মরদেহ

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীর থেকে মো. শাকিল নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ জুলাই) থানার কালুরঘাট সংলগ্ন পাঠানপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শাকিল কক্সবাজার সদর উপজেলার মো. আবুল কাশেমের ছেলে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম বলেন, ‘কর্ণফুলী তীর থেকে কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। চোখে আঁচড়ের মতো একটা চিহ্ন ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

আরএ/ডিজে

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!