কাভার্ডভ্যানের ধাক্কায় চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার কালুঘাট সড়কে পারভীন আক্তার (৩৮) নামে এক পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত বারটার দিকে বরিশাল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পারভীন আক্তার ওই এলাকার কালাম কলোনীর আব্দুল মালেকের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত পুলিশ ফাঁড়ির উপ-সহকারী পরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দিন বলেন, ‘দুর্ঘটনার পর গতকাল রাত সাড়ে বারটার দিকে গুরুতর অবস্থায় ওই নারীকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
চান্দগাঁও থানার ডিউটি অফিসার জানান, ‘কাজ শেষে বাসায় ফেরার পথে বিসিক শিল্পনগরী এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় পারভীন বেগম নিহত হয়েছেন। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় কাভার্ডভ্যান চালককে আটক করেছে পুলিশ।’
মুআ/এমএহক