s alam cement
আক্রান্ত
৯১০২৮
সুস্থ
৫৭৯৫৬
মৃত্যু
১০৭২

কাভার্ড ভ্যানের চালক-হেলপার ‘রমজানের’ কাছে মিলল ২২ হাজার ইয়াবা

0

শপিং ব্যাগে ইয়াবার চালান পৌঁছে দিতে গিয়ে ২১ হাজার ৭০০ পিস ইয়াবাসহ চট্টগ্রামের ডবলমুরিংয়ে দুই কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৮ আগস্ট) রাতে ডবলমুরিং থানার কদমতলী মোড়ের ফ্লাইওভারের নিচ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, মো. রমজান আলী (২১) ও মো. রমজান আলী (৩৯)। তারা একজন কাভার্ড ভ্যান চালক এবং অপরজন হেলপার।

এই বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) পংকজ দত্ত বলেন, ফ্লাইওভারের নিচে ট্রাফিক পুলিশ বক্সের সামনে সন্দেহজনকভাবে ঘুরছিল ওই চালক ও হেলপার। পরে তাদের সঙ্গে থাকা একটি শপিং ব্যাগে তল্লাশি চালিয়ে ২১,৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, দুই রমজানের একজন চালক ও অপরজন হেলপার। তারা শাহজাহান নামে এক ব্যক্তির বাহক হিসেবে এই ইয়াবা নিয়ে ঠাকুরগাঁও যাচ্ছিলেন। চট্টগ্রামের কথিত এক ‘দুলাভাই’র কাছ থেকে তারা এসব ইয়াবা সংগ্রহ করে।

তিনি আরও জানান, ইয়াবার একটি চালান গন্তব্যে পৌঁছে দিয়ে তারা ২০ হাজার টাকা পান। তারা সাধারণত পণ্য নিয়ে চট্টগ্রামে আসেন। পণ্য ডেলিভারি করার ফাঁকে এসব ইয়াবা সংগ্রহ করেন। এই ঘটনায় ডবলমুরিং থানায় মামলা দায়ের করা হয়েছে।

এমএহক

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm