s alam cement
আক্রান্ত
৯১০২৮
সুস্থ
৫৭৯৫৬
মৃত্যু
১০৭২

ঘরে বসে করোনার টিকা নেওয়ার বাহাদুরি দেখিয়ে পুলিশের কব্জায় চট্টগ্রামের দুই ব্যক্তি

0

স্বাস্থ্য অধিদফতরের নিয়ম মেনে জাতীয় পরিচয় হাতে নিয়ে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও করোনার টিকা পাচ্ছে না হাজারো মানুষ চট্টগ্রাম শহরে। কিন্তু একটি চক্র এ নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ঘরে ঘরে গিয়ে টিকা দিয়ে আসছে। এই চক্রের সদস্য চট্টগ্রামের খুলশীর জাকির হোসেন রোডের বাইলেনের বাসিন্দা মোবারক আলীকে আটক করেছে পুলিশ। একইসাথে টিকা গ্রহীতা এমডি হাসান নামে এক ব্যক্তিকেও আটক করা হয়।

সোমবার (৯ আগস্ট) দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান।

তিনি বলেন, ‘রোববার এমডি হাসান নামে এক ব্যক্তি তার ফেসবুক আইডিতে বাসায় টিকা গ্রহণের ছবি পোস্ট দেন। এ সময় তিনি তার বন্ধু মো. মোবারক আলীকে কোভিড ভ্যাকসিন প্রদানে সহায়তা করার জন্য ধন্যবাদ জানান। বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হওয়ায় আমরা তাদের আটক করি।’

তিনি আরও বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় রোববার রাতে খুলশীর জাকির হোসেন রোডের বাইলেনের বাসা থেকে হাসানকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার সকালে মোবারক আলীকেও আটক করেছি। এ চক্রের অন্যদের আটকে পুলিশ অভিযানে নেমেছে।’

এমএফও

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm