চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় দুই আবাসিক হোটেলে অভিযান চালিয়েছে পুলিশ। এই সময় অসামাজিক কার্যকলাপের দায়ে চারজন নারীসহ ছয়জনকে আটক করে পুলিশ।
সোমবার (২৪ জুলাই) সন্ধ্যায় কোতোয়ালী থানার আমতলের হোটেল সাফিনা ও ফলমন্ডি এলাকার হোটেল সিলভার ইনের এই অভিযান চালানো হয়।
আটকরা হলেন ইরফান তাজুয়ার (২৬), তায়েফ বিল্লা মো. কাশেম (৩০), অফি ত্রিপুরা (১৯), বীথি আক্তার বৃষ্টি (১৯), মনি আক্তার (১৮), সঞ্চিতা পোদ্দার (১৯)।
থানা সূত্রে জানা গেছে, হোটেল দুটিতে অসামাজিক কার্যকলাপের অভিযোগে অভিযান চালানো হয়।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জেএস/ডিজে