বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে আনোয়ারার যুবক নিখোঁজ

বঙ্গোপসাগরে ইলিশ ধরার কাজ করতে গিয়ে সাস্পান থেকে পড়ে মোহাম্মদ টিটু নামের এক যুবক নিখোঁজ হয়েছে।

রোববার (২৩ জুলাই) গহিরা পয়েন্টে দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

টিটু ৩ নম্বর রায়পুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খোদ গহিরার মৃত কালু চকিদারের ছেলে। এই ঘটনায় সাম্পানে থাকা মাঝিসহ বাকি দুইজন ফিরে আসলেও এখনো নিখোঁজ রয়েছে টিটু (৪০)।

s alam president – mobile

হেলাল নামের এক স্থানীয় ব্যক্তি জানান, রোববার সন্ধ্যায় বদরুজ্জামান মেম্বার ঘাট থেকে মাঝিসহ ছোট সাম্পান নিয়ে তারা তিনজন সাগরে যান। সাধারণত এই ছোট সাম্পানগুলো দিয়ে ইলিশের জালের পারের কাজ করে দিনে গিয়ে দিনে চলে আসেন জেলেরা। রোববার সাগরে চলমান নিষেধাজ্ঞা ওঠে যাওয়ায় জালের পার ঠিক করতে তারা সাগরে যান বলে জানা গেছে। রাতে পার ঠিক করার সময় সাগরের ঢেউয়ে সাম্পান থেকে পড়ে যান টিটু। পরে স্রোতে তিনি হারিয়ে গেলে বাকি দু’জন ফিরে আসেন।

বার আউলিয়া ঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. কাইসার মাতুব্বর বলেন, ‘দুর্ঘটনার বিষয়ে এখনও আমি কিছু জানি না। এই বিষয়ে আমি খবর নিচ্ছি।’

ডিজে

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!