চট্টগ্রামে ‘অপারেশন জ্যাকপট’ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

২১ মুক্তিযোদ্ধা নৌ কমান্ডোকে সংবর্ধনা

মহান মুক্তিযুদ্ধের আত্মঘাতী শ্বাসরুদ্ধকর সফল অভিযান ‘অপারেশন জ্যাকপট’ নিয়ে ‘শিকড় ফাউন্ডেশন বাংলাদেশ’ আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ জুলাই) বিকাল ৩টায় বন্দর স্কুল ও কলেজ সংলগ্ন শহীদ মো. ফজলুর রহমান মুন্সী অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ২১ জন বীর মুক্তিযোদ্ধা নৌ কমান্ডোকে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

s alam president – mobile

অভিযানের অধিনায়ক কমডোর এ ডব্লিউ চৌধুরী, বীর উত্তম, বীর বিক্রম এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে আত্মঘাতী অভিযানের কথা বর্ণনা করেন।

এ ডব্লিউ চৌধুরী বলেন, ‘আমি মারা গেলে কেউ দায়ী নয়, সেরকম দলিলে স্বাক্ষর করে আমরা মৃত্যুকে আলিঙ্গন করতে গিয়েছিলাম।’

প্রধান বক্তা ছিলেন শিকড় ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান।

Yakub Group

বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবু সাইদ সরদার, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, হাজী মো. ইলিয়াস, মো. আলী ও বন্দর সিবিএর সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক।

সভায় সভাপতিত্ব করেন শিকড় ফাউন্ডেশনের সভাপতি ও দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুল মালিক।

আলোচনা সভা শেষে ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান ও বিটু শীল সঙ্গীত পরিবেশন করেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!