চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভায় আগুনে পুড়ে গেছে একটি হার্ডওয়্যার দোকান।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) দিবাগত রাত ৩টায় পৌরসভার তাজ মার্কেটের নিচতলার বরকত স্যানেটারি ইউনিট-১ এর বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের এ সূত্রপাত ঘটে।
আগুনে প্রায় ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করে দোকানের মালিক সেকান্দার বাদশা বলেন, বৃহস্পতিবার রাত প্রায় ৩টার দিকে দোকানের পিছনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে। মিরসরাই ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ ইমাম হোসেন পাটোয়ারি জানান, আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এসএ