মাজারভক্ত ১১৫ বছরের এক বৃদ্ধ মাজারে যাবার উদ্দেশ্য বাসা থেকে বেরিয়ে ক্লান্ত দেহে ঘুমিয়ে পড়েন রাস্তার পাশে। জরুরি সেবা ৯৯৯-এ সংবাদ পেয়ে বৃদ্ধকে উদ্ধার করে বাসায় পৌঁছে দিল চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা পুলিশ। পরে ওই বৃদ্ধের জন্য উপহার সামগ্রী পাঠিয়ে খোঁজখবর নিলেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।
ওই বৃদ্ধের নাম গোলাম রহমান (১১৫)। বৃহস্পতিবার (৮ এপ্রিল) তাকে উদ্ধার করে বাসায় পৌঁছে দেওয়া হয়।
জানা গেছে স্ত্রী, ছেলে সোহেল এবং মেয়ে রাবেয়ার সঙ্গে বাকলিয়া থানার নয়া মসজিদ এলাকায় মনার কলোনিতে বসবাস করেন ১১৫ বছরের বৃদ্ধ গোলাম রহমান। তিনি মাজার ভক্ত হওয়ার কারণে প্রায় সময় কাউকে কিছু না বলে মাজারে চলে যান। বৃহস্পতিবারও (৮ এপ্রিল) পরিবারের কাউকে কিছু না বলে বায়েজিদ শেরশাহ কলোনির মাজারের উদ্দেশ্যে রওয়ানা হন তিনি। কিন্ত পথে ক্লান্ত হয়ে পড়লে বায়েজিদ আরেফিনগর এলাকার সড়কের পাশে ঘুমিয়ে পড়েন। এভাবে সড়কের পাশে এক বয়োবৃদ্ধকে ঘুমন্ত অবস্থায় দেখে এলাকার লোকজন ৯৯৯ এ কল দিয়ে বিষয়টি জানান। বায়েজিদ থানা পুলিশ তাকে উদ্ধার করে বাকলিয়া থানা পুলিশের সহায়তায় মেয়ে রাবেয়ার বাসায় পৌঁছে দেন বৃদ্ধকে।
বিষয়টি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের নজরে আসলে বয়োবৃদ্ধ লোকটির স্বাস্থ্যের খোঁজ-খবর নেন এবং তার পাশে থাকার জন্য পুলিশকে নির্দেশ দেন।
নগরের বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, বয়োবৃদ্ধ লোকটিকে আমরা উদ্ধার করে বাসায় পৌঁছে দিয়েছি। পরে কমিশনার স্যার উনার খোঁজখবর নেন এবং স্যারের দেওয়া উপহার সামগ্রী পৌঁছে দিয়েছি।
এসএ