সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি প্রদীপ কুমার দাশ ও লিয়াকত আলী খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেছেন।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) এই আবেদন করা হয় বলে জানান আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রানা দাশগুপ্ত।
এর আগে চলতি বছরের ৩১ জানুয়ারি মেজর সিনহা হত্যা মামলায় কক্সবাজারের টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ এবং বরখাস্ত পুলিশ পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইসমাইল।
এ মামলায় আদালত আরও ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। সেইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া খালাস দেওয়া হয় সাতজনকে।
২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া এপিবিএন চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান।
বিএস/ডিজে