জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় চট্টগ্রাম বন্দরের সাবেক মাস্টার অপারেটর জসিম উদ্দিনের স্ত্রী কোহিনুর বেগমকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় তাকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই জরিমানা আদায় না করলে আরও এক বছর ৩ মাস কারাগারে থাকতে হবে তাকে।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সি আব্দুল মজিদের আদালত অভিযুক্ত কোহিনুরের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে দুদকের পিপি মাহমুদুল হক বলেন, ‘পৃথক দুইটি ধারায় কোহিনুর বেগমকে আদালত এ সাজা দিয়েছেন। পুরো বিচার প্রক্রিয়ায় ৯ জনের সাক্ষ্য নেয়া হয়েছে।’
প্রসঙ্গত, অবৈধ সম্পত্তি অর্জন ও সম্পদের তথ্য গোপন রাখার অপরাধে ২০০৯ সালের ১০ জুলাই কোহিনুর বেগমের বিরুদ্ধে দুদক বাদী হয়ে মামলা দায়ের করে।
২০১২ সালের ১৬ ফেব্রুয়ারি কোহিনুর বেগমের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে তদন্ত কর্মকর্তা। একই বছরের ১০ সেপ্টেম্বর এই চার্জশিট আমলে নিয়ে তার বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।
বিএস/এমএফও