খুলশীতে ভিসা করতে গিয়ে স্ট্রোকে বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রাম নগরীর খুলশীর ভারতীয় সহকারী হাই কমিশনারের কার্যলয়ে ভিসা করতে গিয়ে স্ট্রোক করে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে নগরীর খুলশীর ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম অজিত কুমার (৭০)। তিনি চট্টগ্রামের রাউজান উপজেলার বাসিন্দা ছিলেন।

জানা গেছে, ভিসা করতে গিয়ে গরমে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকায় অবস্থায় অসুস্থ হয়ে পড়েন অজিত কুমার। তার পরপরই স্ট্রোক করে মারা যান।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, ‘ইন্ডিয়ান ভিসার আবেদন করতে গিয়ে ভীড়ের মধ্যে এক বৃদ্ধ অসুস্থ হয়ে যান। তার কিছুক্ষণ পর তিনি মারা যান। অসুস্থ অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

Yakub Group

তিনি বলেন, ‘এখনও পর্যন্ত বলা যাচ্ছে না, আসলো কি কারণে তিনি মারা গেছেন। তবে ডাক্তার ধারণা করছেন, তিনি স্ট্রোক করে মারা গেছেন।’

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm