s alam cement
আক্রান্ত
৯১০২৮
সুস্থ
৫৭৯৫৬
মৃত্যু
১০৭২

খুলশীতে হাতেনাতে ধরা ৪ পাহাড়খেকো

0

পরিবেশ অধিদপ্তরের অভিযানে পাহাড় কাটার সময় হাতেনাতে ধরা পড়েছে ৪ পাহাড়খেকো। তাদেরকে চট্টগ্রামের খুলশীতে অবস্থিত পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে এনে শুনানির পর ৬ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৮ আগস্ট) পাহাড় কেটে পরিবেশ ধ্বংস করার অপরাধে এ জরিমানা করে পরিবেশ অধিদপ্তর। এরা হলেন উত্তর কাট্টলী এলাকার নুরুল আলম, কোতোয়ালীর আমিনা বেগম, পাহাড়তলীর সাবিনা বেগম ও লালখান বাজারের জাহিদুল ইসলাম।

এছাড়াও কালুরঘাট এলাকায় পরিবেশ ছাড়পত্র ছাড়া ডকইয়ার্ড পরিচালনা করায় মাইনুদ্দিন নামের এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নুরী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘দীর্ঘদিন ধরে এ চক্রটি পাহাড় কেটে আসছিল। কিন্তু স্থানীয় কোন সাক্ষী না থাকায় আমরা ওদের ধরতে পারছিলাম না। আজ হাতেনাতে গিয়ে আমরা ধরেছি।’

তিনি বলেন, ‘৪ জনকে যে জরিমানা করা হয়েছে তা আগামী ৭ দিনের মধ্যে পরিশোধ করতে নির্দেশ দেয়া হয়েছে।’

আইএমই/কেএস

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm