s alam cement
আক্রান্ত
১০২৪১৫
সুস্থ
৮৬৮৫৬
মৃত্যু
১৩৩১

খুলশীর রেলক্রসিং দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী নিহত, বিচার চেয়ে সড়কে শিক্ষার্থীরা

0

চট্টগ্রামের খুলশীতে রেলক্রসিংয়ে দুর্ঘটনায় নিহত তিন জনের মধ্যে একজন কলেজ শিক্ষার্থী সাতরাজ উদ্দিন শাহিন। তিনি এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। এবার ওই কলেজ শিক্ষার্থীর মৃত্যুকে হত্যাকাণ্ড দাবি করে সেই রেলগেটেই নিরাপদ সড়কের দাবিতে সমাবেশ করলো শিক্ষার্থীরা।

রোববার (৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে চট্টগ্রাম নগরীর ওয়ারলেস থেকে মিছিল যোগে দুর্ঘটনাস্থলে এসে এ সমাবেশ করেন তারা।

এ সময় সাতরাজকে হত্যা করা হয়েছে দাবি করে দোষীদের বিচার ও নিরাপদ সড়কের দাবীতে নানা স্লোগান দেন তারা।

সমাবেশে নিহত সাতরাজের সহপাঠী পার্থ সারথী নামের এক শিক্ষার্থী বলেন, ‘সড়কে একের পর এক প্রাণ যাচ্ছে। এগুলোকে শুধু দূর্ঘটনা বলে দায় এড়ানোর সুযোগ নেই। একটার পর একটা খুন হচ্ছে সড়কে। যার সর্বশেষ শিকার সাতরাজ উদ্দিন। এটা কোনো দুর্ঘটনা নয়, এটা হত্যাকাণ্ড। বাস চালক ও গেইট কিপারের অবহেলায় তাকে মারা যেতে হয়েছে৷ আমরা দোষীদের বিচার ও নিরাপদ সড়ক চাই।’

মো. আফিফ নামের পাহাড়তলী কলেজের এক শিক্ষার্থী বলেন, ‘সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে দ্রুত গতিতে আসা বাস এসে অটোরিকশাকে নিয়ে চলন্ত ট্রেনকে ধাক্কা দিয়েছে। আমরা দীর্ঘদিন ধরে নিরাপদ সড়কের দাবির কথা বলছি। কিন্তু ওরা সড়কে যাচ্ছেতাই করে, কেউ দেখার নাই। সাতরাজসহ এখন পর্যন্ত সড়কে যারা খুন হয়েছে, আমরা সবার বিচার দাবি করছি।’

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান শাহিন বলেন, ‘কিছু শিক্ষার্থী তাদের কিছু দাবি নিয়ে জড়ো হয়েছে। তারা সড়কের এক পাশে অবস্থান নিয়েছে৷ যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

এআরটি/এমএফও

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm