গলায় লিচুর বিচি আটকে ৬ মাসের শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে গলায় লিচুর বিচি আটকে ৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

আদিল সিকদার নামের ওই শিশু মঈন সিকদারের একমাত্র সন্তান।

মঙ্গলবার (৩০ মে) সন্ধ্যায় ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর এলাকায় এই ঘটনা ঘটে।

s alam president – mobile

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য ইফতেখার উদ্দিন মুরাদ।

তিনি বলেন, ‘ঘটনাটি ঘটেছে মূলত শাহনগরে, বাচ্চার নানার বাড়িতে। বাচ্চাটি তো ছোট, তাকে লিচু খাওয়ানোর কথা না। সম্ভবত মাটিতে খেলতে খেলতে কুড়িয়ে পেয়ে মুখে দিয়ে দিয়েছে। এরপর সেটা গেলার চেষ্টা করায় গলায় আটকে গেছে।’

পরে দ্রুত শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!