চেক প্রতারণা মামলায় বাবুল চৌধুরীর গ্রেপ্তারী পরোয়ানা

চট্টগ্রামে চেক প্রতারণা মামলায় নোভা ট্রেড ইন্টারন্যাশনালের মালিক বাবুল কান্তি চৌধুরীকে গ্রেপ্তারের পরোয়ানা জারি করেছেন আদালত।

সম্প্রতি চট্টগ্রাম ৭ম যুগ্ম মহানগর দায়রা আদালতের বিচারক এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালে বাবুল কান্তি চৌধুরী মামলার বাদির কাছ থেকে ২ লাখ টাকা ধার নেন। ধারের টাকা পরিশোধে ২ লাখ টাকার সমপরিমাণ ৪টি ইস্টার্ন ব্যাংক লিমিটেডের চেক প্রদান করেন।

s alam president – mobile

বাদি চেকগুলো ব্যাংকে পাঠালে তা ডিজঅনার হয়ে ফেরত আসে। এরপর বাদি আদালতে মামলা দায়ের করেন। গত ৩ মে মামলাটি সাক্ষ্য গ্রহনের দিন ধার্য্য ছিল। ওইদিন বাদি আদালতে উপস্থিত থেকে সাক্ষ্য দিলেও আসামি উপস্থিত ছিলেন না।

আসামি বাবুল কান্তি চৌধুরী আদালতে উপস্থিত না থাকায় চট্টগ্রাম ৭ম যুগ্ম মহানগর দায়রা আদালতের বিচারক তাকে গ্রেপ্তারী পরোয়ানার আদেশ দেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!