ঝাউতলায় রেললাইন ঘেঁষে দোকান, দৈনিক চাঁদা ওঠে লাখ টাকা

চট্টগ্রাম নগরের ঝাউতলা বাজার রেলওয়ে স্টেশন ক্রসিং এলাকায় রেললাইন ঘেঁষে গড়ে ওঠা অবৈধ বাজারকে ঘিরে চলছে দৈনিক লাখ টাকার বাণিজ্য। বিভিন্ন সময় উচ্ছেদ করা হলেও রেলওয়ের কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারীর যোগসাজশে আবারো বসে বাজার।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঝাউতলা বাজার রেলওয়ে স্টেশন ক্রসিং এলাকায় রেললাইন ঘেঁষে গড়ে উঠেছে অবৈধ বাজার। বাজারের প্রায় ৫০টি ভাসমান দোকানে রাত-দিন চলে বেচাকেনা। রেললাইন ঘেঁষে গড়ে উঠা বাজারে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা।

খোঁজ নিয়ে জানা গেছে, বাজারে প্রতি দোকান থেকে অগ্রিম ১-৩ লাখ টাকা নেওয়া হয়েছে। এছাড়া দোকানভেদে দৈনিক ৫০০-১২০০ টাকা ভাড়া দিতে হয়। সে হিসেবে বাজারে দৈনিক প্রায় ১ লাখ টাকা চাঁদাবাজি হয়। বিভিন্ন সময় উচ্ছেদ করা হলেও রেলওয়ের কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারীর যোগসাজশে আবারো বাজার বসে।

s alam president – mobile

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রেললাইন সংস্কার মিস্ত্রি (মেইট) মো. জসিম, শহিদুল ইসলাম মকবুল, আবদুল আওয়াল স্বপন, মুরগী বাবু, আজম ও আলতাফ নামে কিছু ব্যক্তির নামে এসব টাকা তোলা হয়। এছাড়া টাকার ভাগ চলে যায় রেলওয়ের অসাধু কর্মকর্তা ও কর্মচারীর পকেটেও।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বিভাগীয় প্রকৌশলী-১ মো. আবদুল হানিফ বলেন, ‘ঝাউতলা এলাকায় উচ্ছেদে গিয়ে আমি হামলার শিকার হয়েছিলাম। উচ্ছেদের পর আবারো বাজার বসে গেছে। শীঘ্রই আবারো উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।’

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মো.আবিদুর রহমান বলেন, ‘এই বাজার আমরা উচ্ছেদ করার পর আবারো বসে যায়। এতে আমাদের করার তেমন কিছু থাকেনা। আমাদের এমন লোকবল নেই যে দিনরাত পাহারা বসাব। সাধারণ মানুষ সচেতন না হলে কি করব। শীঘ্রই সেখানে উচ্ছেদ অভিযান চালানো হবে।’

Yakub Group

সিএম/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!