চকবাজারে অলি খাঁ মসজিদ মোড়ে দৃষ্টিনন্দন ‘ইসলামিক মন্যুমেন্ট’

মন্যুমেন্টটি এলাকাবাসীর কাছে বিশেষ নিদর্শন, উদ্বোধনীতে মেয়র

চকবাজারের ঐতিহ্যবাহী ওয়ালীবেগ খাঁ মসজিদের (অলি খাঁ) সামনে ‘ইসলামিক মন্যুমেন্ট’ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন মন্যুমেন্টটি উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, অলি খাঁ মসজিদ চট্টগ্রামের অন্যতম ঐতিহ্যবাহী মসজিদ। এটি শুধুমাত্র একটি স্থাপনা নয়, আমাদের ঐতিহ্য এবং ইতিহাসের প্রতীক। নতুন প্রজন্ম যাতে এই মসজিদের ঐতিহাসিক গুরুত্ব বুঝতে পারে, সেই লক্ষ্যেই এই মন্যুমেন্ট স্থাপন করা হয়েছে। এটি শুধু চট্টগ্রামের সৌন্দর্য বৃদ্ধি করবে না, সারাদেশের মানুষের জন্যও এটি একটি দর্শনীয় স্থান হয়ে উঠবে।’

মসজিদের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে মেয়র জানান, ‘আমরা এখানে লিফট স্থাপন এবং বাথরুমের আধুনিকায়ন করতে চাই। একটি অত্যাধুনিক মসজিদ নির্মাণ আমাদের লক্ষ্য। চট্টগ্রামের অন্যান্য ঐতিহ্যবাহী মসজিদ ও স্থানে এই ধরনের মন্যুমেন্ট নির্মাণের পরিকল্পনা রয়েছে। অক্সিজেন, কোতোয়ালীসহ আরও কিছু এলাকায় একাজ করা হবে।’

এসময় উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবুল কাশেম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালক মো. আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, মহানগর বিএনপির নেতা ইয়াছিন চৌধুরী লিটন।

ডিজে/জেজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm