কক্সবাজারের চকরিয়া কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম সাহাবুদ্দিন চৌধুরীর ৩৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ আগস্ট) চকরিয়া কলেজ এবং চকরিয়া ডুলাহাজারায় মরহুমের বাসভবনে এ আয়োজন সম্পন্ন হয়। এছাড়া মরহুমের বাসভবনে কাঙালি ভোজেরও আয়োজন করা হয়।
এ উপলক্ষে মরহুমের ডুলাহাজারাস্থ বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন চৌধুরী, চকরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর একেএম গিয়াসউদ্দিন।
শাহাবউদ্দিন চৌধুরী ছিলেন বায়ান্নের ভাষা সৈনিক ও আমাদের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক।
তিনি কক্সবাজার সরকারি কলেজের প্রতিষ্ঠাতা উপাধ্যক্ষ ছিলেন। ১৯৬৮ সালে চকরিয়া কলেজ প্রতিষ্ঠার সময় তিনি কক্সবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষের পদ থেকে ইস্তফা দিয়ে চকরিয়ায় এসে চকরিয়া কলেজের অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন এবং আমৃত্যু এই দায়িত্ব পালন করেন।
চকরিয়া কলেজকে সরকারিকরণের দাবি জানাতে গিয়ে ১৯৮৫ সালে তৎকালীন এরশাদ সরকারের রোষানলে পড়েন তিনি। তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়। পরে সীমাহীন মানসিক যন্ত্রণা নিয়ে তিনি অকাল প্রয়াত হন ১৯৮৫ সালের ১১ আগস্ট।