কক্সবাজারের চকরিয়ায় কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (৬ জানুয়ারি) রাতে উপজেলার বদরখালী ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।
আটক তিনজন হলেন—বদরখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কলেজপাড়া এলাকার মো. ইছাহাকের ছেলে মো. কাজল (২৩), একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঢেমুশিয়া পাড়ার আবদুস সোবাহানের ছেলে মো. শাহজাহান (২৮) ও একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের টুটিয়াখালী পাড়ার মৃত ইজ্জত আলীর ছেলে মো. বশির (৪৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার রাতে সিএনজি করে চট্টগ্রাম থেকে সড়ক পথে মহেশখালী নিজের বাড়িতে আসছিল এক কিশোরী। তাকে বহনকারী সিএনজিটি বদরখালী ব্রিজের কাছে আসলে সিএনজি চালক গাড়ি নষ্ট হয়েছে বলে ওই কিশোরীকে নামিয়ে দেন। এসময় একদল বখাটে যুবক এসে ওই কিশোরীকে জোর করে ব্রিজের নিচে প্যারাবনে নিয়ে গিয়ে পর্যায়ক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করায়। পরে থানা পুলিশ গিয়ে ওই কিশোরীকে বেসরকারি হাসপাতাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ানস্টর্প ক্রাইসিস সেন্টারে ভর্তি করায়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভুঁইয়া বলেন, এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ভিকটিমকে আসামিদের মুখোমুখি করা হলে ঘটনার সঙ্গে প্রকৃত জড়িতদের শনাক্ত করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, অন্যান্য আসামিরা পুলিশের নজরদারির মধ্যে আছে। আশাকরি তাদেরও দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে পারবো। এঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আটক তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।
জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন
এদিকে ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে মহেশখালীর ছাত্র-জনতা।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মহেশখালী ছাত্র-জনতার ব্যানারে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, আমার বোনের সম্মানহানি যারা করেছে, আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। এ ঘটনার সঙ্গে জড়িত বেশ কয়েকজনকে ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করেছে। এ ঘটনায় সম্পৃক্ত প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। দ্রুত সময়ের মধ্যে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় আমরা মহেশখালীর ছাত্র-জনতা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো। সেই সঙ্গে বদরখালীতে সে স্টেশন আছে সেটি মহেশখালীতে স্থানান্তর করতে হবে।
চট্টগ্রাম সরকারি সিটি কলেজের শিক্ষার্থী আশেকুল ইসলাম আকাশের সঞ্চালনায় ও মহসিন কলেজ শিক্ষার্থী মো. আজমগীরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ বাইজিদ হোসাইন, আন্তর্জাতিক মানবাধিকারকর্মী সায়েদ মোস্তাফিজ আলম, ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম নগরের সভাপতি আবু হানিফ নোমান, হাটহাজারী কলেজের শিক্ষক মাসুক ইলাহি, জেলা সমন্বয়ক মো. আরমান শাহরিয়ার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাসির উদ্দীন, চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী মুহাম্মদ মুহসিন, এমইএস কলেজ শিক্ষার্থী সায়েদ হোছাইন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ত্বকি ওসমান, চট্টগ্রাম সিটি কলেজ শিক্ষার্থী আবুল কাসেম।
ডিজে