চট্টগ্রাম আদালতের এক হাজার ৯১১টি মামলার ৯ বস্তা নথির কেস ডকেট বা সিডি চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকার একটি ভাঙারি দোকানের গোডাউন থেকে উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভাঙারির দোকানে অভিযান চালিয়ে এ ঘটনায় রাসেল নামে এক চা বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
চট্টগ্রামের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৫ জানুয়ারি চট্টগ্রাম আদালত ভবনের তৃতীয় তলার বারান্দায় প্রায় দুই বছর ধরে রক্ষিত ১ হাজার ৯১১টি কেস ডকেট চুরি হয়ে যায়। এ ঘটনায় ওই দিন রাতেই চট্টগ্রাম মহানগর পিপি অ্যাডভোকেট মফিজুল হক ভুঁইয়া কোতোয়ালি থানায় একটি জিডি করেন।
জিডিতে উল্লেখ করা হয়েছে, হত্যা, মাদক, চোরাচালান, অস্ত্র ও বিস্ফোরকসহ প্রায় ১ হাজার ৯১১টি মামলার নথি খুঁজে পাওয়া যাচ্ছে না।
পুলিশ জানায়, ‘আদালত থেকে গায়েব হওয়া নথিগুলো উদ্ধারে গত তিনদিন ধরে আমরা কাজ করছিলাম। ওই নথিগুলো রাসেল নামের এক চা বিক্রেতা চুরি করেছিল। তিনি আদালত চত্বরেই চা বিক্রি করেন। সিসিটিভি ফুটেজ চেক করে বিষয়টি ধরা পড়ে। চুরির পরে তিনি ভাঙারির দোকানে ১৬ টাকা কেজি দরে নথিগুলো বিক্রি করে দেন।’
আইএমই/এমএহক