চকরিয়ায় বাসচাপায় পথচারী নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাসচাপায় এক পথচারী নিহত হয়েছেন। তিনি সড়কে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন।

নিহত পথচারীর নাম দেব কুমার ধর (৫৮)। তিনি চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ধর পাড়ার বাসিন্দা ছিলেন।

শনিবার (১১ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের বুড়ির দোকানস্থ সাঈফা কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে চিরিংগা হাইওয়ে থানার এসআই এমএ নোমান বরেন, শনিবার বেলা ১২টার দিকে দেব কুমার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাঈফা কমিউনিটি সেন্টারের সামনে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এসময় চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখি একটি যাত্রীবাহী বাস দেব কুমারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

চিরিংগা হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মো.আরিফুল আমিন বলেন, যাত্রীবাহী বাসচাপায় দেব কুমার নামের এক পথচারী নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ গিয়ে দেব কুমারের লাশ উদ্ধার করে।

তিনি আরও বলেন, বাসটি জব্দ করা হয়েছে। চালক-হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm