কোতোয়ালীর সাবেক ওসি নেজামকে হেনস্তা, পাঁচলাইশ থানার সামনে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় জনতার রোষের মুখে পড়েছেন কোতোয়ালী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন। পাঁচলাইশ স্বেচ্ছাসেবক দলের নেতাসহ জনতা ধরে তাকে কলার ধরে টেনেহিঁচড়ে করে পরনের শার্ট ছিঁড়ে ফেলে তারা।

সোমবার (৬ জনাুয়ারি) দুপুর আড়াইটার দিকে পাঁচলাইশ থানার পাসপোর্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী ও জনতা পাঁচলাইশ থানার সামনে বিক্ষোভ করছেন।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বেলা আড়াইটার দিকে ব্যক্তিগত গাড়িতে ছেলের পাসপোর্ট আনতে পাসপোর্ট অফিসের সামনে আসেন পুলিশ কর্মকর্তা নেজাম উদ্দিন। এ সময় আশপাশে থাকা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা নেজাম উদ্দিনকে দেখতে পেয়ে ছুটে আসেন। তখন তাঁর সঙ্গে তাঁদের হাতাহাতি হয়। মারধরের কারণে তাঁর পরনে থাকা শার্ট ছিঁড়ে যায়।

ওই সময় তিনি বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নানাভাবে নির্যাতন, নিপীড়ন ও হয়রানি করেছেন। বিনা কারণে গ্রেপ্তার করেছেন। চাঁদাবাজি করেছেন। অনুমতি থাকা সত্ত্বেও বিএনপিকে কর্মসূচি পালন করতে দেননি নেজাম উদ্দিন। আর তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। তাঁকে গ্রেপ্তার করতে হবে।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদ হোসেন বলেন, কোতোয়ালী থানার সাবেক ওসিকে আমাদের হেফাজতে নিয়েছি। থানার সামনে বিক্ষোভ চলছে বিস্তারিত পড়ে জানানো হবে।

নেজাম উদ্দিন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী, বাকলিয়া, সদরঘাট থানায় অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি পটিয়া থানার ওসি হিসেবে দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি কুমিল্লায় সিআইডিতে পরিদর্শক পদে দায়িত্বে আছেন।

আরএ/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm