s alam cement
আক্রান্ত
১০২২৪৫
সুস্থ
৮৬৮৫৬
মৃত্যু
১৩২৫

চট্টগ্রামের অতিরিক্ত এসপি জাকারিয়া হঠাৎ বদলি, নতুন আসছেন শিবলী নোমান

0

চট্টগ্রামের সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে হঠাৎ বদলি করা হল পুলিশ সদর দপ্তরের নির্দেশে।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) এক প্রজ্ঞাপনে এই বদলি করা হয়। প্রজ্ঞাপনে সই করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

ওই প্রজ্ঞাপনে চট্টগ্রামের সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকারিয়া রহমানকে বদলি করে তাকে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে।

বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান গত সেপ্টেম্বরে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার নির্বাচিত হয়েছিলেন। ২০২০ সালের ১৪ ডিসেম্বর তিনি সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পদে যোগদান করেন।

অন্যদিকে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়ন (এসপিবিএন) ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার মো. শিবলী নোমানকে করা হয়েছে চট্টগ্রামের সাতকানিয়া সার্কেলের নতুন অতিরিক্ত পুলিশ সুপার।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm