s alam cement
আক্রান্ত
৮৬৪২৯
সুস্থ
৫৫৮২৪
মৃত্যু
১০১০

চট্টগ্রামের আলকরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করল ছাত্রলীগ

0

শোকের মাস আগস্ট উপলক্ষে মাসব্যাপী গৃহীত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম নগরের আলকরণে ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।

বুধবার (৪ আগস্ট) বিকাল ৪টায় অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ কর্মসূচিতে বিভিন্ন ঔষধি, ফলজ ও বনজ গাছ এলাকার বিভিন্ন স্পটে লাগানো হয়।

এতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা তারেক ইমতিয়াজ ইমতু, সিটি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি শাহ আলম ইমন, কমার্স কলেজ ছাত্রলীগের সাবেক সহসভাপতি ইয়াসির আরাফাত, আলকরণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্বাস রানা, সাবেক ছাত্রনেতা সরফরাজ নেওয়াজ রবিন, সোহেল আলম হিরো, বিজয় ঘোষ, সবুজ চৌধুরী, রবিউল হোসেন, জুয়েল দে, কিশোর ঘোষ, সঞ্জয় দেবনাথ, নিঝুম পারিয়াল রাজ, তন্ময় দেব বর্মন, আদিত্য দাশ জয়, প্রান্ত দেওয়ানজী, নিলয় চৌধুরী শুভ, পিয়াল আইচ, ইমরান উদ্দিন ইস্তি, মিজান উদ্দিন বাপ্পি, মাকসুদুল আলম ইমন, ধ্রুব নাথ, আজহারুল ইসলাম বিশাল, অনিকেত দাশ গুপ্ত, অর্নব নাথ, মেজবাহ উদ্দিন শিহাব, সৌরভ বড়ুয়া, অনিক পাল তনু, পৃথ্বীরাজ চক্রবর্তী, আতিকুর রহমান তুষার, মীর মোহাম্মদ ইমাদ, রবিউল হোসেন শুভ, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ সুমন, মোহাম্মদ রাসেল, মোহাম্মদ আজাদ, মোহাম্মদ বাদশাহ, তাহসিন কবির, মোস্তাকিম সরওয়ার প্রমুখ।

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm