s alam cement
আক্রান্ত
১০০০৪৫
সুস্থ
৭৩৬৩৪
মৃত্যু
১২৪৬

চট্টগ্রামের বিপ্লব উদ্যান থেকে অপহরণকারী গ্রেপ্তারে বাধা, আটক ২

0

চলতি বছরের মে মাসে চট্টগ্রাম ষোলশহর এলাকার শিক্ষাবোর্ডের সামনে থেকে নালার সংস্কার কাজ করার সময় দুই শ্রমিককে অপহরণ করে দুর্বৃত্তরা। অপহরণের পর তাদের কাছ থেকে দাবি করা হয় ২ লাখ টাকা। এর পর দিন অভিযান চালিয়ে ষোলশহর কর্ণফুলী মার্কেটের পিছনে রেললাইনের পাশে একটি গরুর খামার থেকে অপহৃতদের উদ্ধার করে পুলিশ।

পরে এ ঘটনায় একটি মামলা দায়ের করেন অপহৃত শ্রমিকদের মাঝি (দলপতি)। ওই মামলায় সোমবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৫টায় চট্টগ্রাম নগরীর বিপ্লব উদ্যান থেকে দুজনকে আটক করে পুলিশ।

জানা যায়, পাঁচলাইশ থানার দুই নাম্বার গেইট এলাকার বিপ্লব উদ্যান থেকে মিঠু পাল রকি (২৪) নামে অপহরণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করে পাঁচলাইশ থানা পুলিশ। এ সময় মিঠুকে গ্রেপ্তারে বাধা দিলে সাকলাইন হামিদ (২৪) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক মো. হাসান ইমাম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘বিপ্লব উদ্যান থেকে অপহরণ মামলার আসামি মিঠুকে গ্রেপ্তার করতে গেলে অন্য আসামি সাকলাইন তাকে গ্রেপ্তারে বাধা দেয়। তাই তাকেও আমরা আটক করেছি।’

বিএস/কেএস

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm