৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে আবার প্রাণচঞ্চল হয়ে উঠেছে সাগরপাড়। রোববার (২৩ জুলাই) মধ্যরাত থেকে উঠে যাচ্ছে সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা। এরমধ্যে সাগরে নৌকা নিয়ে মাছ ধরতে যাওয়ার সব প্রস্তুতি নিয়ে রেখেছে স্থানীয় জেলেরা।
প্রজনন মৌসুমে মাছসহ বিভিন্ন মূল্যবান প্রাণিজসম্পদ রক্ষার পাশাপাশি দেশের মৎস্যভাণ্ডার বাড়াতে দীর্ঘসময় মাছ আহরণের ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত গ্রহণ করে সরকার। ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন বঙ্গোপসাগরে মাছ ধরা নিষিদ্ধ করা হয়।
মধ্যরাতের পর সাগরে জাল নামানোর প্রস্তুতি নিচ্ছেন চট্টগ্রাম উপকূলের কয়েক লাখ জেলে। দীর্ঘদিন বঙ্গোপসাগর থেকে মাছ আহরণ বন্ধ থাকায় এবার বেশি মাছ পাবেন বলে আশাবাদী জেলেরা। ৬৫ দিনের দীর্ঘ নিষেধাজ্ঞার পর সাগরপাড়ে ফিরেছে প্রাণচাঞ্চলতা।
পতেঙ্গার মাছের আড়তদার মো. আবদুল্লাহ বলেন, রোববার মধ্যরাত থেকে মাছ ধরার নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। আমরা প্রস্তুত সাগরে মাছ ধরতে যাওয়ার জন্য। দীর্ঘ ৬৫ দিনের নিষেধাজ্ঞার কারণে আমরা অনেক ধার-দেনা পড়ে গেছি। কিন্তু সেই তুলনায় আমরা বেশি সময় পাব না মাছ ধরার। মাত্র দু’মাস সময় পাব, এই স্বল্প সময়ে মাছ কেমন পাব তা নিয়ে আমরা চিন্তিত।’
আরএ/ডিজে