s alam cement
আক্রান্ত
৫৯৯৯৯
সুস্থ
৪৯৬০৮
মৃত্যু
৭১১

চট্টগ্রামে অর্ধশতাধিক জুয়াড়ি ধরা এক অভিযানেই

0

এক অভিযানেই ধরা পড়ল অর্ধশতাধিক জুয়াড়ি। দীর্ঘদিন ধরেই এরা টিনের চালা ঘরে বসে চালিয়ে আসছিল জুয়ার জমজমাট আসর। বিভিন্ন এলাকা থেকে আসা এসব জুয়াড়ি আরও সহযোগীদের নিয়ে খেলায় মেতে থাকে সন্ধ্যা থেকে রাতভর। শেষ পর্যন্ত পুলিশের এক অভিযানেই ধরা পড়ল ৫৬ জন জুয়াড়ি।

জানা গেছে, চট্টগ্রামের হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের নজুমিয়া বাজারের পশ্চিমে নজুমিয়া সওদাগরের বাড়িতে টিনের চালা ঘরে প্রতিদিন সন্ধ্যায় বসে জুয়ার আসর। রাতভর চলা এ আসর নিয়ে এলাকাবাসী বাধা দিতে গেলে নানা ধরনের হুমকি-ধমকি দেওয়া হয়। শেষ পর্যন্ত বুধবার (৩০ জুন) সন্ধ্যায় এক অভিযানে মদুনাঘাট পুলিশ ফাঁড়ি পুলিশের জালে ধরা পড়ে ৫৬ জন জুয়াড়ি।

বৃহস্পতিবার (১ জুন) সকালে আটক জুয়াড়িদের আদালতে পাঠায় মদুনাঘাট পুলিশ ফাঁড়ি।

চট্টগ্রামে অর্ধশতাধিক জুয়াড়ি ধরা এক অভিযানেই 1

এ ঘটনায় যাদের গ্রেপ্তার করা হয়েছে, তারা হলেন— অনিক বড়ুয়া (৩১), মো. ফয়েজ উল্লাহ (৪০), নুর উদ্দিন (৩১), মো. নাছিম উদ্দিন (৪২), শিমুল মহাজন (৩৮), মো. জুয়েল (৩০), মো. মামুন, মো. হায়দার (২৫),মো. নুরুল ইসলাম (৩৬), মো. আবদুস সামাদ (৩৮), মো. বাদশা (২০), মো. সাজ্জাদ হোসেন (২১), মো. দৌলত (২৬), মো. মাহমুদুল হক (৪০), মো. আলম (৫২), মো. বাদশা (৪২), মো. মাসুদ (৪৫), রানা কুমার দাশ (৪০), মো. বাচা মিয়া (৩০), মো. টিপু (২৪), নয়ন বড়ুয়া (৩০), ফজল করিম (২৫), রলেন বড়ুয়া (২৬), মো. ফারুক ওরফে জামাই ফারুক (২৬), মো. জাফর (৪০), মো. সাইফুল ইসলাম (৫০), মো. হাবিবুর রহমান (৪৯), মো. মোশাররফ হোসেন (৪২), মো. মনসুর (৪২), মো. নাজিম (২৪), মো. জয়নাব হোসেন (৩০), মো. কোরবান আলী (৩২)।

গ্রেপ্তারকৃত জুয়াড়িদের মধ্যে আরও রয়েছেন— জয়নাল আবেদিন (৩৭), মিন্টু দাশ (৩২), মো. হানিফ (৩৮), নুর মোহাম্মদ (৪২), মো. আবদুল হালিম (৪৩), মো. আবুল কাশেম (৫০), মো. মকবুল হোসেন (৩৮), মো. লোকমান (৩৫), মো. আবদুল আজিজ (৩০), মো. সেলিম (৪৫), মো.শফিউল আলম (৩৭), মো. নাহিদ (২৯), মো. নাজিম উদ্দীন (৩০), মো. নুরুল আবসার (৪৫), মো. জসিম উদ্দিন (৩৮), মো. তসলিম উদ্দিন (৪৩), মো. নেজাম (৩০), মো. আরিফুল ইসলাম (২১), মো. মনসুর আলম (৪৫), মো. লিটন (২২), মো. পারভেজ (১৯), মো. আরিফ (৩৩), মাহবুব আলম (৪৮) এবং হাসান উদ্দিন (৪২)।

Din Mohammed Convention Hall

চট্টগ্রামে অর্ধশতাধিক জুয়াড়ি ধরা এক অভিযানেই 2

জানা গেছে, বাথুয়া ৫ নং ওয়ার্ডের আবু তাহেরের ছেলে মহিউদ্দিন ওরফে পান্ডা মহিউদ্দিনের নেতৃত্বে গত একবছর ধরে এ জুয়ার আসর চলে আসছিল। স্থানীয়রা এতে বাধা দিলে তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। নজুমিয়া হাট বাজারের পশ্চিমে বড়দিঘীর উত্তর পাশে একটি টিনের ঘরে বসতো জুয়ার এই আসর। প্রতিদিন লাখ টাকার জুয়ার টাকা ভাগাভাগি নিয়ে চলে মারামারিও। এ নিয়ে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫৬ জন জুয়াড়িকে আটক করে মদুনাঘাট পুলিশ ফাঁড়ি পুলিশ।

মদুনাঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. সোহরাওয়ার্দী বলেন, একটি চক্র জুয়াড়িদের একত্র করে জুয়ার আসর বসিয়ে আসছিল। খবর পেয়ে আমরা অভিযান চালিয়ে ৫৬ জন জুয়াড়িকে আটক করি। বৃহস্পতিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

সিএম/সিপি

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm