s alam cement
আক্রান্ত
৫৯৯৯৯
সুস্থ
৪৯৬০৮
মৃত্যু
৭১১

বাংলাদেশ সেনাবাহিনী চাকরি দেবে ৬ কোরের বিভিন্ন পদে, আবেদন অনলাইনে

0

বিভিন্ন পদে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আগ্রহী প্রার্থীরা এসব পদে আবেদন করতে পারবেন আগামী ২৪ জুলাই পর্যন্ত। শুধুমাত্র অনলাইনেই আবেদন করা যাবে।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশ সেনাবাহিনী ইঞ্জিনিয়ার্স, সিগন্যালস, ইএমই, এইসি, জেএজি ও আরভিঅ্যান্ডএফসি কোরে জনবল নিয়োগ দিতে যাচ্ছে।

কোর্সগুলো হল— ৫৭তম বিএমএ স্পেশাল কোর্স (সিগন্যালস), ৫৭তম বিএমএ স্পেশাল কোর্স (ইএমই), ৫৭তম বিএমএ স্পেশাল কোর্স (এইসি), ৩৫তম ডিএসএসসি (জেএজি) এবং ৫০তম ডিএসএসসি (আরভিঅ্যান্ডএফসি) কোর্স।

নিয়োগ দেওয়া হবে যেসব কোরে, সেগুলো হল— ইঞ্জিনিয়ারিং কোর, সিগন্যালস কোর, ইলেকট্রিক্যাল এন্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইএমই), আর্মি এডুকেশন কোর (এইসি), জাজ এডভোকেট জেনারেল (জেএজি) এবং রিমাউন্ট ভেটেরিনারী এন্ড ফার্ম কোর।

বাংলাদেশ সেনাবাহিনী চাকরি দেবে ৬ কোরের বিভিন্ন পদে, আবেদন অনলাইনে 1

আবেদনের মূল যোগ্যতাগুলোর মধ্যে রয়েছে—
বয়স: ১ জানুয়ারি ২০২২ তারিখে অনূর্ধ্ব ২৮ বছর।
উচ্চতা: পুরুষের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি ও নারীর ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি।
ওজন: পুরুষের ক্ষেত্রে ৫৭ কেজি, নারীর ক্ষেত্রে ৪৯ কেজি।
বুক: পুরুষের ক্ষেত্রে ৩০-৩২ ইঞ্চি, নারীর ক্ষেত্রে ২৮-৩০ ইঞ্চি।

Din Mohammed Convention Hall

আবেদন করতে হবে যেভাবে
joinbangladesharmy.army.mil.bd ওয়েবসাইটের মাধ্যমে শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে। ওয়েবসাইটে ঢুকে ওপরে ডান কোণায় অ্যাপ্লাই নাও তে ক্লিক করতে হবে। আবেদনকারী প্রার্থীদের বিকাশ, রকেট, ভিসা/মাস্টারকার্ড, ট্রাস্ট ব্যাংক টি-ক্যাশ ইত্যাদির মাধ্যমে ১০০০ টাকা আবেদন ফি দিতে হবে। আবেদন প্রক্রিয়া শেষ করার পরপরই তাৎক্ষণিকভাবে পাওয়া যাবে কল-আপ লেটার। আবেদন করতে গিয়ে কোনো অসুবিধা হলে যোগাযোগ করা যাবে ওয়েবসাইটে দেখানো কাস্টমার সাপোর্ট নম্বরে।

আবেদনের শেষ তারিখ : ২৪ জুলাই ২০২১
লিখিত পরীক্ষা হবে ৬ আগস্ট ২০২১ সকাল নয়টায়— ঢাকা ক্যান্টনমেন্টের শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল। লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ৩১ আগস্ট।

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm