s alam cement
আক্রান্ত
৫৭৩৭০
সুস্থ
৪৮৩৭৪
মৃত্যু
৬৭৪

বউয়ের নামে পুকুর লিজ নিয়ে রেলের জায়গা দখলের চেষ্টায় যুবলীগ নেতা

বৃক্ষরোপণের নামে কাটা হয় পাড়ের মাটি

0

চট্টগ্রাম নগর যুবলীগের যুগ্ম আহবায়ক ফরিদ মাহমুদ। তার স্ত্রীর নামে রেলওয়ে থেকে লিজ নেন একটি পুকুর। তবে লিজ নিয়ে শুধু পুকুরই নয়, আশেপাশের জায়গা ব্যবহারের জন্যও নিয়েছেন অভিনব কৌশল।

অভিযোগ ওঠেছে, পুকুরের পাশে বৃক্ষরোপণের নামে জায়গা দখল করছেন ফরিদ মাহমুদের লোকজন। তারা এ সময় পুকুর পাড়ের মাটিও কাটে। রেল পূর্বাঞ্চলের অধীন হালিশহর মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের পাশে ২১ শতক একটি পুকুর লিজ নেওয়া হয় ফরিদ মাহমুদের স্ত্রী শাহানা আক্তারের নামে।

জানা যায়, রেলওয়ে পূর্বাঞ্চলের ভূসম্পত্তি বিভাগ থেকে ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর নগর যুবলীগ নেতা ফরিদ মাহমুদের স্ত্রী শাহানা আক্তারের নামে ৫ বছরের জন্য ২১ শতক পুকুর বাণিজ্যিক ভিত্তিতে মাছ চাষের জন্য লিজ নেওয়া হয়। আগে এই পুকুর কামরুন্নেছা নামে এক নারীর নামে লিজ ছিল।

রোববার (২৭ জুন) সকাল থেকে শাহানা আক্তারের স্বামী ফরিদ মাহমুদের লোকজন পুকুরের পাশে সরকারি জায়গা থেকে মাটি কাটা আরম্ভ করে। পুকুরের জায়গার বাইরে রেলওয়ের বিশাল খালি জায়গা রয়েছে— যা বৃক্ষরোপণের নামে দখল করে ফরিদ মাহমুদের লোকজন।

ঘটনার সত্যতা স্বীকার করে বিভাগীয় প্রকৌশলী (৩) কর্ম সঞ্চালক (আইডাব্লিও) কামরুল ইসলাম বলেন, ‘জনগণের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সত্যতা পেয়ে লিখিত অভিযোগ কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছি।’

Din Mohammed Convention Hall

তবে চট্টগ্রাম নগর যুবলীগের যুগ্ম আহবায়ক ফরিদ মাহমুদ ফরিদ মাহমুদ এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘এমন কোনো কিছু আমার জানা নেই।’

অন্যদিকে রেলওয়ে ভূসম্পত্তি কর্মকর্তা মাহবুব উল করিম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘২১ শতক জায়গায় পুকুর লিজ দেওয়া হয়েছে, এর বাইরে কোন জায়গা বরাদ্দ দেওয়া হয়নি। কোন অনিয়ম পাওয়া গেলে শর্তানুযায়ী লিজ বাতিল হবে।’

কেএস/সিপি

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm