চট্টগ্রামে আবারও করোনার চোখ রাঙানি, একদিনেই ৩০ জন আক্রান্ত

0

চট্টগ্রামে আবারও চোখ রাঙাচ্ছে করোনা। প্রতিদিন বাড়ছে শনাক্তের সংখ্যা। যেটির ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় ৩০ জনের শরীরে পাওয়া গেছে করোনার জীবাণু।

মঙ্গলবার (৫ জুলাই) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, অ্যান্টিজেন টেস্টসহ চট্টগ্রামের ৮টি ল্যাবে ২৭৯টি নমুনা পরীক্ষা করে ৩০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১০ দশমিক ৭৫ শতাংশ।

নতুন আক্রান্ত ৩০ জনের মধ্যে ২৬ জন হচ্ছেন নগরীরর বাসিন্দা এবং ৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৪৭৪ জন। এর মধ্যে নগরের ৯২ হাজার ৮৩৮ জন এবং উপজেলার ৩৪ হাজার ৬৩৬ জন।

অন্যদিকে, করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৫ জন নগরের এবং ৬৩০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

Yakub Group

বিএস/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm