চট্টগ্রামের ফটিকছড়িতে মন্দিরের ভেতর থেকে তুষি মং মার্মা (১০) নামে এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৫ জুন) সকালে ফটিকছড়ির আব্দুল্লাহপুর এলাকার দক্ষিণ বড়ুয়া পাড়ার শ্রামণ মন্দিরের ভিতরে এ ঘটনা ঘটে। শিশুটির বাবার নাম পাইচি মং মার্মা।
পুলিশ এটিকে প্রাথমিকভাবে বলছে আত্মহত্যা। তবে ১০ বছরের শিশুর এমন মৃত্যুর নিয়ে দেখা দিয়েছে রহস্য। এটি কি হত্যা নাকি আত্মহত্যা তা তদন্তেরও দাবি জানিয়েছে স্থানীয়রা।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান জানান, মন্দিরের ভিতরে অজ্ঞাত কারণে সিলিং ফ্যানের সাথে রশি দিয়ে ঝুলে গলায় ফাঁস লাগিয়ে আত্মাহত্যার চেষ্টা করে তুষি মং। এরপর তাকে চট্টগ্রাম মেডিকেলের কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে।
আইএমই/এমএফও