s alam cement
আক্রান্ত
৩৫১০৮
সুস্থ
৩২২৫০
মৃত্যু
৩৭১

চট্টগ্রামে আবারও হু হু করে বাড়ছে করোনা, ২৪ ঘণ্টায় ১৮৩ শনাক্ত

0

বানের পানির মতো হু হু করে বাড়ছে চট্টগ্রামের করোনা শনাক্ত। ২৪ ঘণ্টায় ১৮৩ শনাক্তে ছাড়িয়ে গেল গত ছয় মাসের রেকর্ড। তবে এ সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি।

এ নিয়ে চট্টগ্রামে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৩৬ হাজার ৮৫৯ জনে।

বুধবার (১৭ মার্চ) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করা হয়।

চট্টগ্রাম সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, ২৪ ঘণ্টায় চট্টগ্রামের আটটি ল্যাবে ২ হাজার ১৬৪ জনের নমুনা পরীক্ষা করে ১৮৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১৫৯ জন নগরের এবং ২৪ জন বিভিন্ন উপজেলার।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৯ জন করোনা শনাক্ত হয়।

Din Mohammed Convention Hall

চট্টগ্রামের প্রধান করোনা পরীক্ষাগার ফৌজদারহাট বিআইটিআইডিতে ২৯ জনের দেহে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে দিনের সর্বোচ্চ ৬৭ জন করোনা পজিটিভ শনাক্ত হয়।

চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে নয়জনের শরীরে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া নগরীর বেসরকারি শেভরণ হাসপাতাল ল্যাবে ২৪ জন, ইমপেরিয়াল হাসপাতালে ২৩ জন এবং আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে আটজনের দেহে করোনা শনাক্ত হয়।

এছাড়া, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল (আরটিআরএল) ল্যাবে চারজন করোনা শনাক্ত হয়।

এমএহক

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm