s alam cement
আক্রান্ত
১০০৪৫২
সুস্থ
৭৫৭২৮
মৃত্যু
১২৫৯

চট্টগ্রামে কমছে শনাক্ত—নগরে শূন্য মৃত্যু, উপজেলায় ৩

0

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে তাণ্ডব আরও কমেছে। এদিন নতুনভাবে করোনা আক্রান্ত হয়েছেন ১০৮ জন। এ সময়ে মারা গেছেন উপজেলার ৩ জন। এর আগে, বুধবার করোনায় মারা গিয়েছিলেন ৪ জন, শনাক্ত হয়েছিলেন ১৩৩ জন।

চট্টগ্রামে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৬০ জন। মোট শনাক্তের মধ্যে চট্টগ্রাম নগরেরই ৭২ হাজার ৯৫৮ জন। বাকি ২৭ হাজার ৬০২ জন বিভিন্ন উপজেলার। অন্যদিকে, করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ২৬২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭০০ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৫৬২ জন।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের ১২টি ও কক্সবাজারে একটি ল্যাবে ১ হাজার ২৭৬ জনের নমুনা পরীক্ষা করে ১০৮ জনের মধ্যে করোনাভাইরাস পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরের ৬৭ জন। বাকিরা বিভিন্ন উপজেলার। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৮ দশমিক ৪৬ শতাংশ।

উপজেলাগুলোর মধ্যে লোহাগাড়া ৭, সাতকানিয়া ৭, বাঁশখালী ১, আনোয়ারা ৪, পটিয়ায় ১, বোয়ালখালীতে ৪, রাউজানে ৬, হাটহাজারীতে ১০ ও সীতাকুণ্ডে একজন করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়া চন্দনাইশ, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, মিরসরাই ও সন্দ্বীপ উপজেলায় কেউ আক্রান্ত হননি।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২০ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৩৩ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৯ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে আটজন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে চারজন ও শেভরণ হাসপাতাল ল্যাবে পাঁচজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

Din Mohammed Convention Hall

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ছয়জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে একজন এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১২ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

উল্লেখ্য, চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm