ঈদের বন্ধ শেষ হতে না হতেই চট্টগ্রামে আবারও স্বরূপে ফিরেছে করোনা। ২৪ ঘণ্টার ব্যবধানে করোনা আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হওয়ার পাশাপাশি একদিনেই করোনা কেড়ে নিল ৫ জনের প্রাণ। নতুন শনাক্ত ৭০ জনের মধ্যে ৬২ জনেই নগরের। বাকি ৮ জন বিভিন্ন উপজেলার।
এ নিয়ে চট্টগ্রামে করোনা শনাক্ত গিয়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ৮৯৭ জনে। যাদের মধ্যে ৪১ হাজার ৫২২ জন নগরের ও ১০ হাজার ৩৭৫ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা। এদের মধ্যে মারা গেছেন ৫৮৭ জন। এদের মধ্যে ৪৩১ জন নগরের ও ১৫৬ জন উপজেলার বাসিন্দা।
মঙ্গলবার (১৮ মে) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান। তিনি জানান, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৪১৩ জনের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ৭০ জন। একই সময়ে মহানগরের ৩ জন ও উপজেলার ২ জন করোনায় মারা যান।
সিভিল সার্জনের দেয়া তথ্যানুযায়ী চট্টগ্রামের প্রধান করোনা পরীক্ষাগার বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৪৬ জনের নমুনা পরীক্ষায় ১১ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। যাদের মধ্যে ১০ জনই নগরের, বাকি ১ জন উপজেলার বাসিন্দা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে নগরের ৫ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৫৭ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের শরীরে করোনা পাওয়া গেছে। এদের মধ্যে ১০ জন নগরের, ২ জন উপজেলার।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে গত ২৪ ঘণ্টায় কোন নমুনা পরীক্ষা করা হয়নি।
চট্টগ্রাম নগরীর বেসরকারি করোনা পরীক্ষাগার ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে ১৫ জনের করোনা শনাক্ত হয়। যাদের মধ্যে ১৩ জন নগরের ও ২ জন উপজেলার বাসিন্দা।
শেভরন ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৩০ জনের নমুনা পরীক্ষা করে নগরের ২ জনের করোনা পজিটিভ পাওয়া যায়।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৭ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৫ জন নগরের এবং ১ জন উপজেলার।
মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১৩ জনের নমুনা পরীক্ষায় ৪ জনের করোনা মিলেছে। যাদের সবাই নগরের বাসিন্দা।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৩৩ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১৩ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে।
উপজেলা পর্যায়ে শনাক্ত ৮ জনের মধ্যে পটিয়া ও বাঁশখালীতে ২ জন করে। এছাড়া বোয়ালখালী, রাউজান, ফটিকছড়ি ও সীতাকুণ্ডে ১ জন করে করোনা শনাক্ত হয়।
এমএহক