s alam cement
আক্রান্ত
১০২২৪৫
সুস্থ
৮৬৮৫৬
মৃত্যু
১৩২৫

চট্টগ্রামে রত্নগর্ভা মায়ের চিকিৎসার খোঁজ নিলেন স্বাস্থ্য পরিচালক

0

চট্টগ্রামের রত্নগর্ভা মা লায়লা হকের চিকিৎসার খোঁজ নিলেন স্বাস্থ্য পরিচালক বেগম লায়লা হকের চিকিৎসার খোঁজখবর নেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর।

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, রাউজান থানা আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা, পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম একে ফজলুল হক চেয়ারম্যানের অসুস্থ সহধর্মিণীকে দেখতে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে দেখতে গেলেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর।

তিনি মহান মুক্তিযুদ্ধে রাউজানে ‘হজরত আলহাজ ওচমান আলী মাস্টার রহ.-এর বাড়ির শেল্টার হাউজ’ প্রধান বীর নারী সরকার ও বিভিন্ন সংগঠন-সংস্থা কর্তৃক ‘রত্নগর্ভা মা’ সম্মাননায় সংবর্ধিত এবং আমরা করবো জয়-এর প্রধান পৃষ্ঠপোষক বেগম লায়লা হকের শয্যাপাশে সময় কাটান এবং তার চিকিৎসার খোঁজখবর নিয়ে সুস্থতা প্রত্যাশা করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক) ডা. সেখ ফজলে রাব্বি, সিনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজি) ডা. এএইচএম শফিউর রহমান, জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. এএইচএম হামিদুল্লাহ মেহেদি।

এ সময় আরও উপস্থিত ছিলেন আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আহমেদ তানজিমুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা নাসির উদ্দিন খালেদ, স্বাস্থ্য পরিচালকের পিএ শাহাদাত হোসাইন, হেলথ এডুকেটর ফয়েজ আহমেদ প্রমুখ।

বেগম লায়লা হকের ছোট ছেলে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের পরিসংখ্যানবিদ (ভারপ্রাপ্ত) শওকত আল-আমিন পরিবারের পক্ষ থেকে চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm