চট্টগ্রামে শান্টিংয়ের সময় দুটি ইঞ্জিনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন সহকারী লোকোমোটিভ (এএলএম) ও এক পথচারী আহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ জুলাই) রাত ৮টার দিকে চট্টগ্রাম রেল স্টেশন সংলগ্ন কদমতলী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত এএলএমের নাম ফারুক। তবে পথচারীর পরিচয় জানা যায়নি।
জানা গেছে, চট্টগ্রাম রেলস্টেশন কদমতলীতে পাহাড়িকা এবং কর্ণফুলী ট্রেনের ইঞ্জিন দুটির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
সিগন্যাল ভুলের কারণে এমনটা হতে পারে বলে রেলের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন।
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চট্টগ্রাম রেলস্টেশনের সিআই আমান উল্লাহ আমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
জেএস/ডিজে