মহেশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্টে এক অটোরিকশা গ্যারেজ মালিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে ওই ইউনিয়নের অফিসপাড়া গ্যারেজে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আব্দুল্লাহ আল মামুন হিরু (২৪)। তিনি ওই এলাকার মরহুম সিরাজুল হক সওদাগরের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে গ্যারেজে অটোরিকশাগুলো চার্জের জন্য তারের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মামুন। কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা মামুনের বাড়িতে গিয়ে তার পরিবারের লোকজনকে জানান বিষয়টি।

পরিবারের লোকজন গ্যারেজে গিয়ে তাকে বিদ্যুতের তারের সঙ্গে জড়ানো অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে। এ সময় তাকে দ্রুত উদ্ধার করে কালারমারছড়া ইউনিয়ন স্বাস্থ্য ক্লিনিকে নিয়ে যান। এতে কর্তব্যরত চিকিৎসক ওই মামুনকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার বাদে এশার কালারমারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে দাফন সম্পন্ন হয়।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!