চট্টগ্রামে এক নারীকে রাস্তা থেকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নারী। আটক নারী ঘাতক-দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম জেলার সহ-মহিলা সম্পাদক।
আটক ওই নারীর নাম কানিজ ফাতেমা লিমা। তিনি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন। তবে আওয়ামী লীগে তার কোনো পদ-পদবি নেই বলে জানা গেছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে তাকে আটক করে থানায় নেওয়ার পর থানা হেফাজতে রাখা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা গেছে, নগরীর জিপিওর সামনে কানিজ ফাতেমা লিমাকে ঘিরে ধরে ৬-৭ জনের নারীর দল। এরপর তারা কয়েকটি প্রিন্ট করা ছবি লিমাকে দেখায়। সেখানে সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ এবং ওবায়দুল কাদেরের সঙ্গে ছবি ছিল। এরপর লিমা এসব ছবির সঙ্গে ছাত্র আন্দোলনের কি সম্পর্ক জানতে চাইলে ওই নারীরা বলেন, আপনি ছাত্র আন্দোলনে হামলা করেছেন। তার তাকে নিয়ে হেঁটে হেঁটে তারা কোতোয়ালী থানায় যায়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হামলার এক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এরপর তাকে আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।’