মাইজভান্ডার দরবার শরীফ শাহী জামে মসজিদের পুনঃসংস্কার কাজ শুরু হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বাদে আসর কাজের উদ্বোধন করেন আওলাদে রসূল আওলাদে গাউসুল আজম মাইজভান্ডারি গাউছিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন শাহসুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)।
উপস্থিত ছিলেন সৈয়দ শামসুল আরেফিন মাইজভান্ডারি (ম.) অ্যাডভোকেট সৈয়দ মিফতাহুন নুর, মাইজভাণ্ডারী (ম.) মাওলানা নুরুল ইসলাম ফোরকানী, সৈয়দ আসিফ নঈম উদ্দিন, মাইজভাণ্ডারী (ম.) সৈয়দ সাকলাইন মাহমুদ, মো. তৌহিদুল আলম।
এছাড়া মাইজভান্ডার দরবার শরীফের আওলাদে পাক, মসজিদের মতোয়াল্লী পরিবারবর্গ ও মুসল্লিরাও এ সময় উপস্থিত ছিলেন।